কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেছেন, আবেগে পড়ে তিনি মনোনয়নপত্র কিনেছিলেন। পরে বুঝেছেন, সিদ্ধান্তটি ভুল। তাই তিনি মনোনয়নপত্র জমা দেবেন না এবং নির্বাচনে অংশও নেবেন না।
সোমবার সকালে কুমিল্লায় নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাক্কু জানান, ইয়াছিনের সমর্থকরা বিভিন্ন সময় মনোনয়ন আনার ঘোষণা দিচ্ছিলেন। এতে বিভ্রান্তি তৈরি হয়। সেই পরিস্থিতিতে তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে মনোনয়নপত্র কেনেন। পরে বিষয়টি ভেবে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন।
তিনি বলেন, দল যদি হাজী ইয়াছিনকে মনোনয়ন দেয়, তাহলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। আর ইয়াছিন ছাড়া অন্য যেকোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলে তিনি তার পক্ষে কাজ করবেন।
সংবাদ সম্মেলনে সাক্কু অভিযোগ করেন, ইয়াছিন দীর্ঘদিন ধরে তার রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিয়েছেন এবং সবসময় তার বিরোধিতা করেছেন। তিনি আরও বলেন, ইয়াছিন বিভিন্ন এলাকায় গণসংযোগে গিয়ে নিজে মালা পরছেন এবং অন্যদেরও মালা পরাচ্ছেন। এতে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন তারিখ ঘোষণা করেও বিভ্রান্তি ছড়ানো হয়েছে।
মনোনয়ন প্রসঙ্গে তিনি জানান, তিনি বিএনপির মহাসচিবকে বলেছিলেন, তাকে মনোনয়ন না দিলে মনিরুল হক চৌধুরীকে দিলে ভালো হবে। দল সেই সিদ্ধান্ত নিয়েছে এবং তিনি শুরু থেকেই ওই প্রার্থীর পক্ষে কাজ করছেন।
নিজের বহিষ্কার প্রসঙ্গে সাক্কু বলেন, তিনি আগে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য দলের শীর্ষ নেতাদের কাছে চিঠি দিয়েছিলেন। এরপর আর কোনো আবেদন করবেন না।
উল্লেখ্য, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ২০২২ সালের ১৯ মে বিএনপি মনিরুল হক সাক্কুকে আজীবন বহিষ্কার করে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়