১৬ই ডিসেম্বর ২০২৫ মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়া জেলা নাগরিক ঐক্য ও যুব ঐক্যের উদ্যোগে বগুড়া ফুলবাড়ী মুক্তির মোড় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা নাগরিক ঐক্যের সমন্বয়ক মোঃ সাইদুর রহমান সাগর, মামুনুর রশিদ মামুন, আব্দুর রশিদ, মানিক, মহিদুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বগুড়া জেলা যুব ঐক্যের আহ্বায়ক আরিফের নেতৃত্বে মনির, হুমায়ুন, সোহাগ, রুহুল, রিয়াজুল, সামিউল, মেহেরামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের অহংকার, যা রক্ষায় সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়