মহাসড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস, নিহত ২

: কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: 1 week ago

59

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস সড়কে উল্টে গেছে। এতে বাসটিতে থাকা দুজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চান্দিনা উপজেলার তীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ফেনীর ফুলগাজী থানার উত্তর আনন্দপুর এলাকার মজিবুল হক মজুমদারের ছেলে সাইদুল হক মজুমদার (৩৪) এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চরফকিরা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে মো. আরমান হোসেন (১৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফেনীগামী স্টার লাইন পরিবহনের বাসটি তীরচর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি প্রথমে মহাসড়কের ডিভাইডারে আছড়ে পড়ে, পরে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি মাইক্রোবাসে ধাক্কা দিয়ে উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠান।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সেখানে সাতজন আহত রোগী ভর্তি হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় যাত্রী ও চালকদের ভোগান্তি চরমে পৌঁছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।