মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

: সুচন্দন সরকার, বগুড়া
প্রকাশ: 5 months ago

94

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিদ্যালয় মাঠে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

​দিনব্যাপী এই প্রাণবন্ত টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এবং বিএনপি’র সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

​অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম দুদু। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহিন সানি এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।