মাদকাসক্ত সন্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে তাকে ভ্রাম্যমাণ আদালতের হাতে তুলে দিলেন পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ইদিলপুর গ্রামের আলমগীর হোসেন।
জানা যায়, সোমবার (৩ নভেম্বর) দুপুরে আলমগীর হোসেন তার ছেলে আব্দুল মোমিন (২৪)-কে মাদকসহ চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করেন। আদালত মাদকাসক্ত আব্দুল মোমিনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আলমগীর হোসেন জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িয়ে পড়ে। মাদকের টাকা সংগ্রহের জন্য সে পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। মাদক সেবন থেকে বিরত থাকতে বললে সে মারধরও করত। ছেলের এমন আচরণে অতিষ্ঠ হয়ে তিনি শেষ পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার শরণাপন্ন হন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সাজা ঘোষণার পর আব্দুল মোমিন ভালো হওয়ার অঙ্গীকার করে লিখিত মুচলেকা প্রদান করে। আদালত ভবিষ্যতে পুনরায় একই অপরাধে জড়িত হলে তার শাস্তি আরও কঠোর হবে বলে সতর্ক করে দেন।
পরে জব্দ করা মাদক দ্রব্য现场েই মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়