যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করেছে বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপ।
এ উপলক্ষে শনিবার (০৬ সেপ্টেম্বর) হাইকমিশনের হলরুমে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন প্রবাসী বাংলাদেশিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিশনের তৃতীয় সচিব মো. জিল্লুর রহমান, ঢাকা ট্রেডার্সের কর্ণধার মালদ্বীপ বিএনপির সহসভাপতি মো. বাবুল হোসেন।

এ সময় ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব এবং সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (স.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিচারণা করেন। তিনি বলেন,নবিজির (সা.) জীবনাদর্শ যথাযথভাবে অনুসরণ এবং তার নির্দেশনা মেনে চলার মধ্যেই বিশ্ব মানবতার শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও কল্যাণ নিহিত রয়েছে।
আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি প্রতিষ্ঠা,বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশি বিশিষ্টজন ও ধর্মপ্রাণ নাগরিকরা অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়