পাবনার ভাঙ্গুড়া উপজেলার মাদারবাড়ীয়া গ্রামের কৃতি শিক্ষার্থী মোঃ নাহিয়ান মুহিবুল্লাহ মিলিটারি কলেজিয়েট স্কুল, খুলনা (এমসিএসকে)-এর ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। তার ইনডেক্স নম্বর ২৩২৫।
নাহিয়ান মোঃ নুরুজ্জামান ও মোছাঃ মাফরুদা তাসনীম দম্পতির সন্তান। তিনি ২০২৪ ও ২০২৫ সালে টানা দুই বছর ভাঙ্গুড়া ক্যাডেট কোচিং-এ ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান ও নিজের অধ্যবসায়ের ফলেই তিনি এই সাফল্য অর্জন করেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে নাহিয়ান ২০২৬ সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায়ও অংশগ্রহণ করেছেন। যদিও এখনো ফলাফল প্রকাশিত হয়নি, তবে শিক্ষক ও অভিভাবকরা তার সাফল্য নিয়ে আশাবাদী।
এই অর্জনে ভাঙ্গুড়া ক্যাডেট কোচিং পরিবার সন্তোষ ও আনন্দ প্রকাশ করেছে। এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাঙ্গুড়া ক্যাডেট কোচিং-এর পরিচালক মোঃ ঠান্টু আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনটিভির সাংবাদিক মোঃ সিরাজুল ইসলাম আপনসহ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন। প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়