মুক্তিপণ দিয়েও নূরকে জীবিত পেল না পরিবার

: চলনবিলের সময়
প্রকাশ: 6 months ago

55

কক্সবাজারের উখিয়ায় অপহরণের ৪ দিন পর সৈয়দ নূর (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় উপজেলার আজুখাইয়া এলাকার গহিন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সৈয়দ নূর উপজেলার রাজাপালং ইউনিয়নের দরগাহ বিল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৭ জুলাই) অজ্ঞাত একদল অপহরণকারী তাকে জিম্মি করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। পরিবারের সদস্যরা বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা পরিশোধও করেন। এরপরও তাকে হত্যা করে জঙ্গলে ফেলে দেওয়া হয়। স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ হোসাইন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে রোহিঙ্গাসহ দুইজনকে আটক করা হয়েছে।