মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
কাতারে হামাস সদস্যদের ওপর ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে সোমবার একটি শীর্ষ সম্মেলনে যোগদানের আগে তিনি এ আহ্বান জানান। খবর এএফপি।
ইরানি প্রেসিডেন্ট বলেন, ইসলামী দেশগুলো চাইলে ইসরায়েলের ভুয়া শাসনব্যবস্থার সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করতে পারে এবং যতটা সম্ভব ঐক্য ও সংহতি বজায় রাখতে পারে।
তিনি আরও আশা প্রকাশ করেন, দোহায় অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে একটি সুস্পষ্ট সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়