বগুড়া জেলা পুলিশের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে মোটরসাইকেলের জ্বালানি ট্যাংকিতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা পাঁচ কেজি নিষিদ্ধ মাদক গাঁজাসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে। বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউনিয়নের মোকামতলা বাসস্ট্যান্ড এলাকায়, আকবরিয়া রেস্টুরেন্ট ও বেকারির সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হলে মোটরসাইকেলের জ্বালানি ট্যাংকিতে বিশেষভাবে ফিটিং করা অবস্থায় ৫ কেজি মাদক গাঁজা উদ্ধার করা হয়। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন Honda CB Trigger মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: ১) মোঃ শাকিল হোসেন (২২), পিতা: মোঃ আব্দুস ছাত্তার, মাতা: মোছাঃ শাহিনা বেগম, সাং: পানিমাছকুঠি। ২) মোঃ শাহিন আলম (২৩), পিতা: মোঃ হযরত আলী, মাতা: মোছাঃ আনিছা বেগম, সাং: কিশামত শিমুলবাড়ি, থানা: ফুলবাড়ী, জেলা: কুড়িগ্রাম। পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত দ্বিতীয় আসামি মোঃ শাহিন আলমের বিরুদ্ধে পূর্বে চারটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
বগুড়া জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়