মোকামতলায় দুই স্ত্রী*র সংসারে ক*ল*হ — প্রথম স্ত্রী*র র*হ*স্য*জ*ন*ক মৃ*ত্যু, দ্বিতীয় স্ত্রী*র ভূমিকা নিয়ে চা*ঞ্চ*ল্য

: চলনবিলের সময়
প্রকাশ: ৩ মাস আগে

7

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের অনন্তপুর গ্রামে পারিবারিক কলহের জেরে পেয়ারা বেগম (৫০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটেছে। তিনি স্থানীয় বকুল মিয়ার প্রথম স্ত্রী। এ ঘটনায় দ্বিতীয় স্ত্রীর ভূমিকা নিয়ে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সন্দেহের কারণে স্থানীয়রা তাকে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বকুল মিয়ার দুই স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই চলছিল পারিবারিক দ্বন্দ্ব। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, মৃত্যুর তিন দিন আগে স্বামী বকুল মিয়া প্রথম স্ত্রী পেয়ারা বেগমের গালে চড় মারেন। দ্বিতীয় স্ত্রীকে জিজ্ঞাসা করলে পুলিশের কাছে এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন না থাকায় মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। এলাকাবাসীর অভিযোগ, পেয়ারা বেগমকে খুন করেছেন তার সতীন। এই সন্দেহের জেরেই স্থানীয়রা দ্বিতীয় স্ত্রীকে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাহাবুব ও এসআই আনছার আলী জানান, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক, আমরা গুরুত্ব সহকারে তদন্ত চালাচ্ছি।” শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান বলেন,“আমরা যেটি সন্দেহ করছিলাম, সেটি দূর করার জন্যই লাশ ময়নাতদন্তে জন্য পাঠানো হয়েছে, “রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।”

এ ঘটনায় পুরো অনন্তপুর গ্রামে শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।