মোকামতলা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

: রাসেল আহম্মেদ (স্টাফ রিপোর্টার) বগুড়া
প্রকাশ: ২ মাস আগে

2

বগুড়া শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মোকামতলা উচ্চ বিদ্যালয়ে ২৮ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার) এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজনে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সম্মানিত সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী। বিদ্যালয়ের সভাপতি মোঃ রুহুল আমিন ফটু প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করে বিশেষভাবে সম্মাননা জানান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, মেধা ও নৈতিকতার বিকাশই একটি জাতিকে উন্নতির পথে নিয়ে যেতে পারে। মোকামতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতোমধ্যেই তাদের কৃতিত্ব দিয়ে এ অঞ্চলের সুনাম অক্ষুণ্ণ রেখেছে।” তিনি শিক্ষার্থীদের আরও অধ্যবসায়ী হয়ে জাতি গঠনে অবদান রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের প্রতিটি অর্জন শুধু বিদ্যালয়ের নয়, সমাজ ও দেশের জন্য গর্বের। তারা শিক্ষার্থীদের সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের যৌথ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীদের বন্ধু-সহপাঠী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উপস্থিত সবার মন কেড়ে নেয়। এ আয়োজনে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, যেখানে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি, অভিভাবকদের উচ্ছ্বাস এবং অতিথিদের প্রেরণাদায়ক বক্তব্য অনুষ্ঠানকে করে তোলে স্মরণীয়।