প্রীতি ফুটবল ম্যাচে মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে। ম্যাচ চলাকালীন হঠাৎ মাঠেই অসুস্থ হয়ে পড়েন এক ফুটবলার। পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, মৃত ফুটবলারের নাম প্রকাশ নায়েক (৩৩)। তিনি দেওগড় পৌরসভার অন্তর্গত ভূঁইয়া শাহি এলাকার বাসিন্দা ছিলেন।
ওয়ার্ড নং ২ ও ওয়ার্ড নং ৭-এর মধ্যে চলমান একটি ফুটবল ম্যাচের সময় হঠাৎ করেই মাঠে লুটিয়ে পড়েন প্রকাশ। সঙ্গে সঙ্গেই তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রকাশের মৃত্যুর খবরে হাসপাতাল চত্বরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়েন এবং বহু মানুষ হাসপাতালে জড়ো হন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেবেকা বিলুং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়