যথাযথ মর্যাদায় চাটমোহরে শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন

: গৌর ব্যানার্জী । চলনবিলের সময়
প্রকাশ: ২ মাস আগে

3

সারা দেশের ন্যায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় পাবনার চাটমোহরে শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেলে পৌর সদরের দোলবেদী তলায় অবস্থিত রাধাবল্লভ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি ও প্রসাদ বিতরণ অনুষ্ঠান।

এ উপলক্ষে চাটমোহর পূজা উদযাপন পরিষদ নানা কর্মসূচির আয়োজন করে। প্রথমে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন চাটমোহর পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক চৈতন্য দত্ত।

আলোচনা সভায় বক্তব্য রাখেন—পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা কে এম আনোয়ারুল ইসলাম, চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনজুমা আক্তার, চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনজুরুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটমোহর উপজেলা শাখার সভাপতি, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরো অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য রক্ষা, সামাজিক বন্ধন দৃঢ় করা ও সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তাঁরা বলেন, শ্রীকৃষ্ণের জীবনাদর্শ আজও মানবকল্যাণে অনন্য শিক্ষার দিশারী। সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করে ন্যায় ও সৎপথে চলার জন্য শ্রীকৃষ্ণের জীবনকথা আমাদের প্রেরণা জোগায়।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার রাধাবল্লভ মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে চাটমোহর পৌরসভা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, ভক্তবৃন্দ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এই আয়োজন শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর এ অনুষ্ঠানকে ঘিরে চাটমোহর পৌর এলাকা যেন পরিণত হয়েছিল এক মিলনমেলায়।