 
     মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮টার কিছু আগে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসির বক্সনোর্ট নিকটবর্তী একটি সামরিক-বিস্ফোরক কারখানায় এ ঘটনা ঘটে।
এতে আশপাশের ঘর-বাড়ি কেঁপে ওঠে এবং দুর্ঘটনার স্থান থেকে ব্যাপক ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। বিস্ফোরণের শব্দ শোনা গেছে কয়েকমাইল দূর থেকেও। এ ঘটনায় অন্তত ১৯ জন নিখোঁজ থাকার কথা জানানো হয়েছে। খবর বিবিসির।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের পর উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলেও, আরও বিস্ফোরণ হওয়ায় তারা সেখানে প্রবেশ করতে পারেনি। এ কারণে হতাহতের সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি। অনেক বাসিন্দা তাদের নিরাপত্তা ক্যামেরায় বিস্ফোরণের শব্দ রেকর্ড করেছেন।
এ দুর্ঘটনাকে ‘কৌশলগত বিপর্যয়’ হিসেবে বর্ণনা করে ম্যাকইউন শহরের মেয়র ব্র্যাড রাচফোর্ড বলেন, স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এখনো পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি এবং স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল তদন্ত চালিয়ে যাচ্ছে।
বিস্ফোরণের সময় ভবনের ভিতরে মোট ১৯ জন কর্মী উপস্থিত ছিলেন উল্লেখ করে হাম্পফ্রিজ কাউন্টির জরুরি ব্যবস্থাপনা পরিচালক ওডেল পয়নার জানান, নিশ্চিতভাবে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে আরও কয়েকজন কর্মী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন কাউন্টির শেরিফ ক্রিস ডেভিস।
বিমান থেকে তোলা ঘটনাস্থলের ভিডিওতে ধ্বংসাবশেষ, দুমড়ে মুচড়ে যাওয়া গড়ি এবং কারখানাটির অবশিষ্ট অংশ দেখা গেছে।
কারখানাটির ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ‘অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস’ সামরিক কাজে , মহাকাশের কাজে ব্যবহারের জন্য কিংবা পরিত্যক্ত স্থাপনা ভেঙে ফেলার কাজে ব্যবহৃত যন্ত্রাংশ ও সামগ্রীর বাজারের জন্য বিস্ফোরক তৈরি, উন্নয়ন ও মজুদ করে থাকে।
টেনিসির বাস্কনর্টে কারখানাটির ১ হাজার ৩০০ একরের সদরদপ্তরে ৮টি উৎপাদন ভবন ও একটি কোয়ালিটি ল্যাব আছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়