ফরিদপুরের সালথায় মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে মো. বাচ্চু মাতুব্বর নামে এক যুবককে কুপিয়ে পায়ের পাঁচ আঙুল বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। গুরুতর আহত অবস্থায় বাচ্চুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্বজনরা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাচ্চু বড়দিয়া এলাকার কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত ছত্তার মাতুব্বরের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মদকের টাকা ভাগাভাগি ও মাদক সেবন নিয়ে বাচ্চু মাতুব্বরের সঙ্গে স্থানীয় বাবলু মাতুব্বরের বিরোধ চলছিল। তারা দুজনেই মাদকসেবী ও কারবারি। এ বিরোধের জেরে আনুমানিক ৩ মাস আগে বাবলুকে মারধর করে বাচ্চু। ওই ঘটনার প্রতিশোধ নিতে মঙ্গলবার রাত ৮টার দিকে চাপাতি দিয়ে বাচ্চুকে এলোপাতাড়ি কোপায় বাবলু। এতে বাচ্চুর ডান পায়ের ৫টি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়াও তার শীরের বিভিন্নস্থানে কুপিয়ে জখম করা হয়।
সালথা থানার ওসি মো. আতাউর রহমান কালবেলাকে বলেন, পূর্ববিরোধ ও মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে বাচ্চু নামে এক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বাচ্চুকে কোপানোর ঘটনায় অভিযোগ পেলে আইনিব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়