০১জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরে অবস্থিত আকবর আলী প্রধান মার্কেট নতুন বছরকে কেন্দ্র করে পায়ে পায়ে জুতার চাহিদায় পরিণত হয়েছে ক্রেতাদের অন্যতম আস্থার ঠিকানায়। আধুনিক রুচি, নান্দনিক নকশা ও মানসম্মত পণ্যের সমন্বয়ে বাজারটি বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। এখানে দেশি ও বিদেশি উন্নতমানের চামড়ার জুতা, বুট, স্যান্ডেলসহ সকল প্রকার পায়ের পরিধেয় সামগ্রী পাইকারি ও খুচরা—উভয় ব্যবস্থায় সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। ফ্যাশন সচেতন তরুণ-তরুণী থেকে শুরু করে সব বয়সী ক্রেতার পছন্দের কথা মাথায় রেখে সাজানো রয়েছে আকর্ষণীয় ও বৈচিত্র্যময় সংগ্রহ। বাজারটির স্বত্বাধিকারী প্রোঃ মোঃ ইউসুফ জানান, গুণগত মান ও ন্যায্য মূল্যই আমাদের প্রধান অঙ্গীকার। ক্রেতাদের সন্তুষ্টিই আমাদের সাফল্যের মূল চাবিকাঠি। তিনি আরও বলেন, পারিবারিক ঐতিহ্য ও সুনাম বজায় রেখে ব্যবসা পরিচালনার পাশাপাশি ক্রেতাদের সঙ্গে ভদ্র ও সৌজন্যমূলক আচরণ নিশ্চিত করা হয়। এ ক্ষেত্রে সেলসম্যান গোলাম রাব্বী ও মেহেদী ইসলাম বাবু ক্রেতাসেবায় আন্তরিকতা ও শিষ্টাচার বজায় রেখে দায়িত্ব পালন করছেন।
যোগাযোগ:
০১৭২০৩৪৯৯৪০, ০১৭১৬৮৮০২৬৯
নতুন বছরে সাজে-সৌন্দর্যে নিজেকে এগিয়ে রাখতে আজই ঘুরে আসুন মোকামতলা বন্দরের আকবর আলী প্রধান মার্কেট।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়