রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সম্প্রতি ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলায় ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন বাংলাদেশ।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনে তাদের একটি করে খাট, রান্নার বাসনপত্র, পূজার সামগ্রী, একটা করে গীতা এবং রান্নার সামগ্রী হিসেবে চাল, ডাল, আটা, চিনি, সয়াবিন ও সরিষার তেল, লবণ, হলুদ ও মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনের গুঁড়া, আলু, গ্যাস লাইটার, মোমবাতিসহ আরও কিছু রান্নার জিনিসপত্র দেওয়া হয়।
বুধবার (১৩ আগস্ট) ইসকন বাংলাদেশের একটি কেন্দ্রীয় প্রতিনিধিদল ঘটনাস্থলে গিয়ে তাদেরকে এসব সহায়তাসামগ্রী প্রদান করে।
প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, কেন্দ্রীয় নেতা জ্যোতিশ্বর গৌর দাস, বিমলা প্রসাদ দাস, চিন্ময় নিতাই দাস, বিক্রমীরাম দাস, মহাকৃষ্ণ প্রেম দাস। এ সময় তাদের সঙ্গে স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া রংপুরের তারাগঞ্জ উপজেলায় সম্প্রতি গণপিটুনিতে হত্যাকাণ্ডের শিকার হওয়া জামাই-শ্বশুরের পরিবারকেও ইসকন বাংলাদেশের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, আর্তমানবতার সেবায় ইসকন বাংলাদেশ সব সময় কাজ করে থাকে। তারই অংশ হিসেবে রংপুরে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোকে পুনর্বাসনে এই সহায়তাসামগ্রী প্রদান করা হলো। ইসকন বাংলাদেশ আগামীতেও তাদের সেবাধর্মী কার্যক্রম অব্যাহত রাখবে।বুধবার রাতে ইসকন বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়