রহবল গুচ্ছ গ্রামে খোকন আকন্দের পরিবারকে আর্থিক সহায়তা

: রাসেল আহম্মেদ (স্টাফ রিপোর্টার) বগুড়া
প্রকাশ: ২ মাস আগে

4

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের রহবল গুচ্ছ গ্রামে মানবিক উদ্যোগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মৃত শুকুর আলীর ছেলে মো. খোকন আকন্দের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের খোঁজখবর নেন।

খবর পেয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সেখানে ছুটে যান এবং পরিবারটির প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন। উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা বলেন, সমাজের প্রত্যেকটি মানুষের দুঃখ-কষ্টে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব। পরে তাঁরা খোকন আকন্দের পরিবারের পাশে দাঁড়িয়ে সম্মানের সহিত নগদ অর্থ প্রদান করেন। এতে খোকনের পরিবার কিছুটা হলেও স্বস্তি ফিরে পায় এবং তাঁদের চোখে কৃতজ্ঞতার ছাপ ফুটে ওঠে। মানবিক এই উদ্যোগকে স্থানীয়রা প্রশংসা করেন এবং এমন সহায়তা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

মানবিক এ উদ্যোগে অংশ নেন—মাহমুদুল হাসান শামীম, চেয়ারম্যান, আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদ ও সহ-সভাপতি, ওলামা পরিষদ, লাংলু দক্ষিণপাড়া ইউনিয়ন পরিষদ। আব্দুল আলীম, সভাপতি, ইসলামী ছাত্রশিবির, মোকামতলা আদর্শ থানা শাখা। সাবিত হাসান, কার্যপরিষদ সদস্য, মোকামতলা মডেল প্রেসক্লাব। তাঁদের এই মহৎ কার্যক্রমে স্থানীয়দের মাঝে প্রশংসার স্রোত বয়ে যায়। এলাকাবাসী জানান, সমাজের এমন সহযোগিতামূলক কার্যক্রম অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে বিশেষ ভূমিকা রাখে।