রাঙ্গাবালীতে গরু চুরি করতে এসে ধরা পড়লো পাঁচ সদস্যর গরু চোর

: জুয়েল রানা ( পটুয়াখালী) জেলা প্রতিনিধি
প্রকাশ: ২ মাস আগে

7

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের চর তুফানিয়া নামক স্থানে গরু চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ০৫ জন গরু চোর ধরা পড়ে।

স্থানীয়রা গরু চোরদেরকে প্রশাসনের নিকট হস্তান্তর করে, প্রশাসনের প্রাথমিক জিজ্ঞাসায় চুরি করার দায় তারা স্বীকার করেন।চোরেরা শিকার করেন তারা একাধিক বার গরু চুরি করেছেন এ অঞ্চল থেকে, এবং তারা গরু ধরার জন্য এক ধরনের রশি দিয়ে জালের ফাদ ব্যবহার করেন, দুটি গরু সহ একটি জালের ফাঁদ উদ্ধার করা হয় ঘটনাস্থান থেকে, কিছুদিন পূর্বেও তারা চর তালুকদার নামক স্থান থেকে দুইবার গরু চুরি করেছেন বলে স্বীকার করেন তারা,প্রতিবছরই এই অঞ্চল থেকে একাধিকবার গরু চুরি হয়,ক্রমাগতভাবে ধ্বংস হয়ে যাচ্ছেন।

গরুর মালিকগণ তাই এ ধরনের গরু চুরি যেন আর কেউ না করতে পারে এ ব্যাপারে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন ভুক্তভোগীরা।

তাই এই মর্মে রাঙ্গাবালী থানা একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা দায়ের করেছেন ভুক্তভোগী চুরি হয়ে যাওয়া গরুর মালিকরা, স্থানীয়দের দাবি আইনের বেরাজাল থেকে এই অপরাধিরা যেন বের হতে না পারে, আইনের সর্বোচ্চ বিধান মতে এদের শাস্তির দাবি জানান স্থানীয় ভুক্তভোগীরা।