লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান ১৬ ডিসেম্বর জাতীয় বিজয় দিবস উদ্যাপিত হয়েছে।
বিজয় দিবসের সূচনা হয় সকাল ৭টায় রায়পুর উপজেলার বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে রায়পুর মার্চেন্টস একাডেমি বিদ্যালয় মাঠে দিনব্যাপী আনুষ্ঠানিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং শান্তির প্রতীক হিসেবে সাদা কবুতর অবমুক্ত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
কুচকাওয়াজে অংশগ্রহণ করেন রায়পুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। এ ছাড়া রায়পুর থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং আনসার-ভিডিপি সদস্যরাও কুচকাওয়াজে অংশ নেন।
অনুষ্ঠানে আয়োজিত উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রায়পুর স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী নুসাইবা তাসনিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বিজয় আমাদের গৌরব ও অহংকার। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে সবাইকে দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, রায়পুরকে একটি আধুনিক ও সমৃদ্ধ মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম, রায়পুর থানার অফিসার ইনচার্জ শাহীন মিয়া, উপজেলা আর্ট স্কুলের অধ্যক্ষ শংকর কুমার মজুমদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এ ছাড়া অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রায়পুর সরকারি মার্চেন্ট একাডেমির সহকারী শিক্ষক (গণিত) মেসির আহমেদ, রায়পুর প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি সোহেল আলম, রিপোর্টার্স ইউনিটের সহ-সভাপতি জাকির হোসেনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়