রাশিয়ার তেল শোধনাগারে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের আঘাত

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 3 weeks ago

73

ব্রিটেনের সরবরাহ করা স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জানায়, রোস্তভ অঞ্চলের নভোশাখতিনস্ক তেল শোধনাগার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলার সময় সেখানে একাধিক বিস্ফোরণ ঘটে।

বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের বিমানবাহিনী আকাশ থেকে নিক্ষেপযোগ্য স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শোধনাগারটিতে সফলভাবে আঘাত হানে। এর আগেও রাশিয়ার অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

ইউক্রেনের দাবি, নভোশাখতিনস্ক শোধনাগারটি দক্ষিণ রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র, যেখান থেকে রুশ সেনাবাহিনীর জন্য ডিজেল ও বিমান জ্বালানি সরবরাহ করা হয়।

কিয়েভ বলছে, রাশিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে তারা রাশিয়ার ভেতরে জ্বালানি অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা জোরদার করছে।