
তীব্র শীতের হিমেল হাওয়ায় যখন দরিদ্র ও অসহায় মানুষের জীবন হয়ে ওঠে আরও দুর্বিষহ, ঠিক সেই সময় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো রোকেয়া-ছাত্তার ফাউন্ডেশন। শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ও দেউলী ইউনিয়নে ৩০০’র বেশি অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সংগঠনটি। শনিবার (১০ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টায় পৃথক দুইটি স্থানে আয়োজিত এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে শীতার্ত মানুষদের হাতে তুলে দেওয়া হয় উষ্ণ কম্বল। কনকনে শীতে কম্বল পেয়ে উপকারভোগীদের মুখে ফুটে ওঠে স্বস্তি, কৃতজ্ঞতা আর মানবিক ভালোবাসার উষ্ণ হাসি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মরহুমা দেশমাতা বেগম খালেদা জিয়ার সাবেক অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবাল।
তবে ব্যক্তিগত জরুরি কারণে তিনি উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন এবং কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন। তার পক্ষ থেকে অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন ডাঃ আশিক মাহমুদ ইকবাল (স্বাধীন) সিনিয়র সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপি এবং স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, বগুড়া জেলা বিএনপি।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ জাকারিয়া ইসলাম (বিপ্লব) সাবেক যুগ্ম আহ্বায়ক, শিবগঞ্জ উপজেলা যুবদল ও ছাত্রদল এবং মোঃ আনারুল ইসলাম আকন্দ নির্বাহী সদস্য, শিবগঞ্জ থানা বিএনপি, মোঃ আব্দুল মজিদ (মজনু) নির্বাহী সদস্য, দেউলী ইউনিয়ন বিএনপি।
সমাজের অবহেলিত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।