দিনের শেষ বেলায় সবার আগ্রহ ছিল এক জায়গায়। আর সেটি হলো মুশফিক আজই শতকের দেখা পাবে কি না। শততম টেস্ট খেলা এই অভিজ্ঞ ব্যাটারও হয়তো আজই শতকের দেখা পেতে চেয়েছিলেন। নইলে কি দিনে নিজের শেষ বলটিতে সুইপ খেলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। তবে শেষ পর্যন্ত সেঞ্চুরি থেকে ১ রান দূরে থেকেই দিন শেষ করতে হলো মুশফিককে।
মুশফিকের অপরাজিত ৯৯ ও মুমিনুলের ফিফটিতে বাংলাদেশ প্রথম দিন শেষ করেছে ৪ উইকেটে ২৯২ রান নিয়ে। ওপেনার সাদমান ও মাহমুদুল উভয়ই প্যাভিলিয়নে ফিরেছেন ব্যক্তিগত ৩৫ রান করে। লিটন অপরাজিত আছেন ৪৭ রান নিয়ে। আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ড ম্যাকব্রাইন একাই ৪ উইকেট নিয়েছেন।
এদিন, সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। দুই ওপেনার ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। ম্যাকব্রাইনের শিকার হয়ে ৩৫ রানে ফেরেন সাদমান। এরপর ৩৪ রান করে সাজঘরের পথ দেখেন মাহমুদুল হাসান জয়। অধিনায়ক শান্তকে (৮) অল্পতেই পরাস্ত করেন ম্যাকব্রাইন। এরপর ইনিংসের চতুর্থ শিকারও তুলে নেন ম্যাকব্রাইন। আইরিশদের বাকিরা পাননি সাফল্য।
সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)
বাংলাদেশ- ২৯২/৪ (৯০ ওভার); মুশফিক ৯৯*, মুমিনুল ৬৩, লিটন ৪৭*, সাদমান ৩৫, জয় ৩৪, শান্ত ৮; ম্যাকব্রাইন ৪-৮২
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়