শাজাহানপুরে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত
:
চলনবিলের সময় প্রকাশ: 7 months ago
শাজাহানপুরে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত
বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক রুকন সম্মেলন শনিবার (২১ জুন) সকাল ৯টায় আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৫০০ রুকন অংশগ্রহণ করেন। উপজেলা আমির উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জামায়াত মনোনীত বগুড়া-৭ আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম রব্বানী। বক্তারা সমাজে ন্যায় প্রতিষ্ঠা, মানুষের অধিকার আদায়, নৈতিক অবক্ষয় রোধ এবং আসন্ন জাতীয় নির্বাচনে সক্রিয় ভূমিকার ওপর জোর দেন। সম্মেলনে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
102
বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক রুকন সম্মেলন শনিবার (২১ জুন) সকাল ৯টায় আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৫০০ রুকন অংশগ্রহণ করেন।
উপজেলা আমির উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জামায়াত মনোনীত বগুড়া-৭ আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম রব্বানী।
বক্তারা সমাজে ন্যায় প্রতিষ্ঠা, মানুষের অধিকার আদায়, নৈতিক অবক্ষয় রোধ এবং আসন্ন জাতীয় নির্বাচনে সক্রিয় ভূমিকার ওপর জোর দেন। সম্মেলনে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।