শাজাহানপুরে দৈনিক মানবকণ্ঠের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা হলরুমে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম উর্মি, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোখলেসুর রহমান মুকুল।
অনুষ্ঠানে শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমানসহ স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দৈনিক মানবকণ্ঠের শাজাহানপুর উপজেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুম এই অনুষ্ঠানের আয়োজন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়