শাজাহানপুরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন!

: সোহেল আহম্মেদ (বগুড়া সদর)
প্রকাশ: ১ দিন আগে

11

বগুড়ার শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন আকতার-এর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা রাস্তা আটকিয়ে মানববন্ধন করেছে।

রবিবার সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার অপসারণের দাবি জানায়।

স্থানীয় অভিভাবকরাও মানববন্ধনে অংশ নেন এবং শিক্ষা পরিবেশ স্বাভাবিক রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।