শাজাহানপুরে বরখাস্ত অধ্যক্ষ মুকুলের ওপর হামলা, হাসপাতালে ভর্তি

: চলনবিলের সময়
প্রকাশ: 6 months ago

74

বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের বরখাস্ত অধ্যক্ষ মোতাহার হোসেন মুকুল আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে কলেজে প্রবেশ করতে গেলে হামলার শিকার হন। একদল দুর্বৃত্তের হামলায় তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেছেন।

উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে এর আগেও অধ্যক্ষ মুকুলকে অব্যাহতি দেওয়া হয়েছিল এবং তখন কলেজে প্রবেশের সময় তিনি হামলার শিকার হয়েছিলেন। এ ঘটনায় কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে এবং বিস্তারিত তদন্ত চলছে।