বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় বগুড়ার শাজাহানপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি, সম্মিলিত এলাকাবাসী এবং হাফেজিয়া মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এই মাহফিলে অংশ নেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব এনামুল হক শাহিন এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, গাবতলী পৌরসভার মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টুসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন ও আবু শাহিন সানি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
চোপিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মন্জুর কাদের মন্টু, সহ সভাপতি মোজাফফর রহমান,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সিনিয়র যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান রাজা, খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান মতি, সাধারণ সম্পাদক আবুল বাশার, মাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক বকুল মিয়া, আশেকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী সাকিদার, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, খরনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজার রহমান কাজল, গোহাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, উপজেলা বিএনপির দপ্তর মাশফিকুর রহমান মামুন,উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, ছাত্র বিষয়ক সম্পাদক মশিউর রহমান রকি, সহ দপ্তর রেজাউল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজু, উপজেলা ছাত্র দলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবহান পুটু, কৃষক দলের সভাপতি রেজা তালুকদার, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, উপজেলা জাসাসের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক বিপুল রানা মোল্লা, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি ইবনে সাউথ, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, উপজেলা তাঁতি দলের সভাপতি লিটন আহমেদ, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, মহিলা দলের সভাপতি কোহিনুর আক্তার, সাধারণ সম্পাদক সুমি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বিএনপি নেতাকর্মী ছাড়াও স্থানীয় মুসল্লি, সাধারণ মানুষ ও হাফেজিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়।
অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জাহিদুর রহমান।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়