
বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাদ্রাসা শিক্ষক ও ইমাম মোহসিন আলীর (৫৮) বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়েছে সুজন ও তার সহযোগীরা। বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুরে উপজেলার ঘাষিড়া নওদাপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় শিক্ষক মহসিন আলীর ছেলে রকিবুল হাসান (২৬) এবং পরিবারের অন্য সদস্যরা গুরুতর আহত হয়েছেন।
হামলার কারণ ও প্রেক্ষাপট
জানা গেছে, দীর্ঘদিন ধরে শিক্ষক মোহসিন আলী এবং অভিযুক্তদের মধ্যে পৈতৃক জমি নিয়ে বিরোধ চলছে। এর আগেও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গত ১২ সেপ্টেম্বর মাঝিড়া বাইপাস এলাকা থেকে অভিযুক্ত সুজনকে পুলিশ গ্রেপ্তার করেছিল। সম্প্রতি জেল থেকে জামিনে মুক্তি পেয়ে সুজন আজ তার দলবল নিয়ে আবারও এই হামলা চালায়।
হামলার ধরণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা দা, কুড়াল, লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির মেইন গেট, স্টিলের জানালা, দরজা, সিসি ক্যামেরা এবং অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে। প্রাথমিকভাবে এই হামলায় আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
পুলিশের পদক্ষেপ এ ঘটনায় শাজাহানপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, “তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”