
বগুড়ার শাজাহানপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস–২০২৫ উদযাপিত হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলা স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমানের সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, থানা প্রশাসন, প্রেসক্লাব, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, শিক্ষার্থীদের সমাবেশ,জাতীয় সংগীত পরিবেশন, মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।