শাজাহানপুরে সুজন নেতার জামাইয়ের অকাল মৃত্যুতে শোক

: সুচন্দন সরকার, বগুড়া
প্রকাশ: ১ মাস আগে

5

 

সুশাসনের জন্য নাগরিক (সুজন), বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ শাজাহানপুর উপজেলা কমিটির সভাপতি সাজেদুর রহমান সবুজের জামাইয়ের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে সুজন, বগুড়ার একটি প্রতিনিধি দল শাজাহানপুরে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে সান্ত্বনা দেন।

​এ সময় উপস্থিত ছিলেন সুজন, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন, সহ-সভাপতি আব্দুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চপল। এছাড়াও উপস্থিত ছিলেন সুজন, শাজাহানপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক সুচন্দন সরকার (চন্দন)।

​নেতৃবৃন্দ প্রয়াত ব্যক্তির বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।