শাজাহানপুরে ‘সেবা কুঞ্জ’ উদ্বোধন করলেন ডিসি

: চলনবিলের সময়
প্রকাশ: 7 months ago

77

বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদ চত্বরে আজ মঙ্গলবার (২৪ জুন) ‘সেবা কুঞ্জ’ উদ্বোধন করেছেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। এটি আগত সেবাগ্রহীতাদের বিশ্রামের জন্য সমাজসেবা অফিসের সামনে স্থাপন করা হয়েছে।
জেলা প্রশাসক হোসনা আফরোজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য টিন ও পুনর্বাসন বাবদ আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। একই অনুষ্ঠানে অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী রোগীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।
বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এসব সহায়তা বিতরণ ও বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন ডিসি মহোদয় ।