শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে ভয়েস অফ জুলাই সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
:
সুচন্দন সরকার, বগুড়া প্রকাশ: ৫ দিন আগে
শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে ভয়েস অফ জুলাই সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন 'ভয়েস অফ জুলাই' শাজাহানপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ। সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্থানীয় উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয় এই সাক্ষাতে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন 'ভয়েস অফ জুলাই' সংগঠনের বগুড়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক তাজনূর ইসলাম। এছাড়াও, শাজাহানপুর উপজেলা শাখার আহ্বায়ক আব্দুন নূর মুন, সদস্য সচিব মনিরজ্জামান সাকিব এবং যুগ্ম আহ্বায়ক শায়খুল আরেফিন, রাকিবুল ইসলাম, মেহেদী হাসান, নাইম ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ ইউএনও তাইফুর রহমানের কাছে সংগঠনের বিভিন্ন সমাজসেবামূলক ও জনকল্যাণকর কাজের বিবরণ তুলে ধরেন এবং ভবিষ্যতে...
23
শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘ভয়েস অফ জুলাই’ শাজাহানপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ। সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্থানীয় উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয় এই সাক্ষাতে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন ‘ভয়েস অফ জুলাই’ সংগঠনের বগুড়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক তাজনূর ইসলাম।
এছাড়াও, শাজাহানপুর উপজেলা শাখার আহ্বায়ক আব্দুন নূর মুন, সদস্য সচিব মনিরজ্জামান সাকিব এবং যুগ্ম আহ্বায়ক শায়খুল আরেফিন, রাকিবুল ইসলাম, মেহেদী হাসান, নাইম ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ ইউএনও তাইফুর রহমানের কাছে সংগঠনের বিভিন্ন সমাজসেবামূলক ও জনকল্যাণকর কাজের বিবরণ তুলে ধরেন এবং ভবিষ্যতে স্থানীয় উন্নয়নে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।