শাজাহানপুর মাদ্রাসার উত্তাপ: মিছিলের জেরে কর্মচারী মারধর, পাল্টাপাল্টি অভিযোগ!

: সুচন্দন সরকার, বগুড়া
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

6

বগুড়ার শাজাহানপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা এখন মারধর ও পাল্টা প্রতিশোধের রূপ নিয়েছে।

​ঘটনার সূত্রপাত: শিক্ষার্থীকে মারধর

​জানা যায়, সম্প্রতি মাদ্রাসার অধ্যক্ষের সমর্থনে একটি মিছিলে অংশ নিয়েছিল শিক্ষার্থী সোহান। এই মিছিলে অংশ নেওয়ার কারণেই সোহানকে মারধর করা হয়। এই ঘটনায় এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়।

​প্রতিশোধের অভিযোগ: দোকানের কর্মচারী আক্রান্ত

​মারধরের এই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে সংঘাতের খবর আসে। অভিযোগ উঠেছে যে, প্রথম হামলার শিকার শিক্ষার্থী সোহানের অভিভাবকরা প্রতিশোধ নিতে উদ্যত হন। তারা দিলোয়ারের দোকানে কর্মরত বাপ্পী নামের এক কর্মচারীকে মারধর করেন।

​স্থানীয়দের মতে, অধ্যক্ষের পক্ষে মিছিল করা নিয়ে সৃষ্ট পূর্বের কোন্দলের জের ধরেই এই হামলা চালানো হয়েছে। এখন এই পাল্টাপাল্টি মারধরের ঘটনা শাজাহানপুরের পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে।

​এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সাধারণ মানুষ।