শাহজাদপুরে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

: শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ২ মাস আগে

10

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের মুরুটিয়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুল সালামের ছেলে মনিরুল ইসলাম (৩৫) পানিতে ডুবে মারা গেছেন।

ঘটনাটি ঘটে বুধবার (২০ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে। জানা যায়, মনিরুল ইসলাম বাড়ি থেকে ধান ভাঙানোর উদ্দেশ্যে নৌকায় ধান উঠিয়ে ৬ বছরের ছেলে ও ৭ বছরের ভাগিনাকে সঙ্গে নিয়ে চিনাধুকরিয়া বিলের মধ্য দিয়ে চিনাধুকুরি বাজারে যাচ্ছিলেন। এ সময় নৌকা ডুবে যায়। সন্তান ও ভাগিনাকে বাঁচাতে গিয়ে তিনি প্রাণ হারান।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরুল শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। বড় ছেলের বয়স ৬ বছর এবং ছোটটির বয়স মাত্র ৫ মাস। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।