শাহজাহানপুরে ৬ কেজি গাঁজাসহ আটক ৩

: চলনবিলের সময়
প্রকাশ: 6 months ago

62

বগুড়ার শাহজাহানপুর উপজেলায় র‍্যাব-১২ এর অভিযানে ৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) গভীর রাতে শাহজাহানপুর উপজেলার বনানী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. আবুল কাশেম (৪৫), মোছা. আয়েশা সিদ্দিকা (২০) এবং মোছা. আছমা খাতুন (৪৫)। তাদের কাছ থেকে গাঁজা ছাড়াও মাদক কেনাবেচায় ব্যবহৃত দুটি স্মার্টফোন, একটি বাটন ফোন, চারটি সিম কার্ড এবং নগদ ২,৩৮০ টাকা জব্দ করা হয়েছে।

র‍্যাব-১২, সিপিএসসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-রংপুর মহাসড়কের সাজাপুর ফুলতলা আহমাদিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসা গেটের সামনে অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মোবাইল ফোনের মাধ্যমে গাঁজা কেনাবেচা করে আসছিলেন।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।