শিবগঞ্জের চন্ডিহারা স্ট্যান্ডে ট্রাক-বাস-সিএনজির সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ১

: শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ২ মাস আগে

6

১৮ আগস্ট ২০২৫, বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা স্ট্যান্ড এলাকায় আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটে গেছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, মোকামতলা অভিমুখী একটি ট্রাক, যাত্রীবাহী বাস ও সিএনজি মধ্যে সংঘর্ষ হয়। ট্রাকের বেপরোয়া ধাক্কায় সিএনজি অটোরিকশাটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রাকটির অসতর্ক গতি এই দুর্ঘটনার মূল কারণ।

সিএনজিতে চালকসহ মোট চারজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে দুই মেয়ে ও তাদের মা ছিলেন। দুর্ঘটনায় মা নিহত হয়েছেন এবং চালকসহ অপর এক যাত্রী গুরুতর আহত হন। নিহত নারীর নাম লক্ষ্মী রানী (৪৫), স্বামী—খোকন, সাং—নাংলু মধ্যপাড়া, থানা—গাবতলী, জেলা—বগুড়া। আহতদের মধ্যে রয়েছেন তার দুই মেয়ে সোনালী রানী (২০) এবং সমাপ্তি রানী (৮)।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকাজ চালান এবং আহতদের হাসপাতালে পাঠান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কুন্দার হাইওয়ে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, হাইওয়ে রোডে সিএনজির চলাচল নিষিদ্ধ থাকলেও তা মানা হয় না। এর পাশাপাশি চন্ডিহারা স্ট্যান্ড এলাকায় যানবাহনের অতিরিক্ত গতি ও বিশৃঙ্খল চলাচলের কারণেই প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে থাকে। তারা অবিলম্বে ওই এলাকায় কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।