শিবগঞ্জের দুই ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ

: রাসেল আহম্মেদ (স্টাফ রিপোর্টার) বগুড়া
প্রকাশ: 1 week ago

38

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দুইটি ইউনিয়নে তীব্র শীতের মধ্যে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে রোকেয়া-ছাত্তার ফাউন্ডেশন। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টায় মোকামতলা ইউনিয়ন ও শিবগঞ্জ সদর ইউনিয়নের পৃথক দুটি স্থানে আয়োজিত কর্মসূচিতে শতাধিক শীতার্ত, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল উপহার প্রদান করা হয়। মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয় এবং গুজিয়া গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি রোকেয়া-ছাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে বাস্তবায়িত হয়। কনকনে শীতে কম্বল পেয়ে উপকারভোগীদের মুখে স্বস্তি ও আনন্দের ছাপ ফুটে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মরহুমা দেশমাতা বেগম খালেদা জিয়ার সাবেক অ্যাসাইনমেন্ট অফিসার ডাঃ ফিরোজ মাহমুদ ইকবাল। তবে ব্যক্তিগত জরুরি কারণে তিনি উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করে অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন। অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন: ডাঃ আশিক মাহমুদ ইকবাল (স্বাধীন) সিনিয়র সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপি ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, বগুড়া জেলা বিএনপি সাবেক ছাত্রনেতা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: মোঃ জাকারিয়া ইসলাম (বিপ্লব) সাবেক যুগ্ম আহ্বায়ক, যুবদল ও ছাত্রদল, শিবগঞ্জ উপজেলা, মোঃ আনারুল ইসলাম আকন্দ নির্বাহী সদস্য, শিবগঞ্জ থানা বিএনপি, আবু বক্কর সিদ্দিক তারেক সাবেক সাধারণ সম্পাদক, শিবগঞ্জ সদর ইউনিয়ন যুবদল, সরকার আতিকুর রহমান সোহেল সাবেক প্রচার সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল, হাদিউল ইসলাম জিকো সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদল, হাবিবুল্লাহ মেজবাহ সৈকত সাবেক যুগ্ম আহ্বায়ক, শিবগঞ্জ পৌর যুবদল, সরকার নূরনবী

উপজেলা ছাত্রদল নেতা। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মোকামতলা ইউনিয়ন শাখা: মোঃ এম. এ. ফজলে রাব্বী (বেবীন) সভাপতি, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, মোকামতলা ইউনিয়ন, মোঃ রুহুল আমিন (জোশনা) সিনিয়র সহ-সভাপতি, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, মোঃ রায়হান ইসলাম সহ-সভাপতি (১), জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, মোঃ শাহ আলম মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, সাজু মিয়া
সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, মোঃ মাহবুবার রশিদ থানা সাংগঠনিক সম্পাদক, শহিদুল ইসলাম (নান্নু) জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, মোকামতলা ইউনিয়ন, মোঃ সাকিল আহম্মেদ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, মোঃ এনামুল হক সরদার বিশিষ্ট ব্যবসায়ী, মোকামতলা বন্দর।

রোকেয়া-ছাত্তার ফাউন্ডেশনের এমন মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সমাজে সহমর্মিতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিচ্ছে।