
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় আরমান আবির হজ্ব সার্ভিসের উদ্যোগে হজ্ব প্রি-রেজিস্ট্রেশন ও ওমরাহ বুকিং কার্যক্রম অব্যাহত রয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে হজ্ব যাত্রীরা সম্মান, মর্যাদা ও সেবার সহিত পবিত্র মক্কা-মদিনার সফরের প্রস্তুতি নিচ্ছেন। এ বছর প্রথম যাত্রা শুরু করছেন আল্লাহ তাআলার সম্মানিত মেহমান মোঃ শাহিনুর রহমান পরিবারের তিন সদস্য। তাঁদের মধ্যে রয়েছেন—মাতা মোছাঃ রমিছা বেগম, স্ত্রী মোছাঃ মোর্শেদা বেগম গ্রামের ঠিকানা বেলাই, কিচক, শিবগঞ্জ। হজযাত্রীদের জন্য (মক্কা) পরিবহন দায়িত্ব ও সম্মানে হস্তান্তর করা হয়েছে।
হজ্ব ও ওমরাহ্ কার্যক্রম পরিচালনায় সক্রিয়ভাবে সহযোগিতা করছেন:- আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন মন্ডল (চেয়ারম্যান), হাফেজ মাওলানা মোঃ জাকিরুল হাসান, ওমরাহ্ ও হজ্ব গাইড (প্রোঃ সততা আতর এন্ড টুপি ঘর, মোকামতলা বাজার দই হাটি)। মোঃ তরিকুল ইসলাম (নয়ন), ধানসিঁড়ি রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টার, মোকামতলা। মোঃ জাকিরুল ইসলাম (জাফু), (প্রোঃ মা কনফেকশনারী, মোকামতলা সোনাতলা স্ট্যান্ড)।
যোগাযোগের ঠিকানা:
ধানসিঁড়ি রেস্টুরেন্ট হোটেলের সিঁড়ির নিচতলায়
মোবাইল: ০১৭৩৫-৬৩৪৩৩৫, ০১৭১৮-৭৮৩৬৪৭, ০১৭১০-৩৮৪৫২৪