শিবগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে বি*রো*ধ আদালতের রায় হাতে নিয়ে জ*মি দ*খ*লে জামাল মিয়া

: রাসেল আহম্মেদ (স্টাফ রিপোর্টার) বগুড়া
প্রকাশ: ১ দিন আগে

7

গতকাল ২৪ অক্টোবর ২০২৫, বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গড়িয়ারপাড়া ৭নং ওয়ার্ডে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মৃত জাবেদ আলী বেপারীর পরিবারের সদস্যদের মধ্যে এই বিরোধের সূত্রপাত হয়। পরিবারের বড় ছেলে মো. আমজাদ বেপারী বহুদিন ধরে পৈতৃক সম্পত্তি নিজের দখলে রেখে আসছিলেন। এ নিয়ে পরিবারে মতবিরোধ ও আইনি লড়াই শুরু হয়। দীর্ঘদিন আদালতে মামলা চলার পর শেষ পর্যন্ত আদালত রায় দেন জামাল মিয়ার অনুকূলে।

আদালতের রায় অনুযায়ী, জামাল মিয়া আদালতের কাগজপত্র ও রায় হাতে নিয়ে সম্প্রতি ওই জমির দখল নেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বগুড়া জজকোর্টের অ্যাডভোকেট কমিশনার (সার্ভেয়ার) মো. নুরুল ইসলাম চৌধুরী উপস্থিতির।