
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের সচিয়ানি ফোরকানিয়া নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসায় ছোট্ট ছোট্ট শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থাপনায় অনলাইন মাধ্যমে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ও শিবগঞ্জবাসীর আস্থাভাজন নেতা ডা. ফিরোজ মাহমুদ ইকবাল। প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব ডা. আশিক মাহমুদ ইকবাল (স্বাধীন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিএম শাহিনুর ইসলাম সাজু, সাংগঠনিক সম্পাদক, বিহার ইউনিয়ন বিএনপি; আবু জাফর, রায়নগর ইউপির সাবেক সদস্য ও যুবদল নেতা; আব্দুল হামিদ বাবলু, সাবেক সাধারণ সম্পাদক, রায়নগর ইউনিয়ন বিএনপি; আবুল কালাম আজাদ, সাবেক যুবদল নেতা, রায়নগর ইউনিয়ন ৪নং ওয়ার্ড; ওয়ারেছ আলী, সদস্য, উপজেলা বিএনপি; বাদশা মিয়া, সভাপতি, রায়নগর ইউনিয়ন তাঁতি দল; এবং এনামুল, সাধারণ সম্পাদক, রায়নগর ইউনিয়ন তাঁতি দল।
এছাড়া উপস্থিত ছিলেন মো. হারুনুর রশিদ, সাবেক সহ-সভাপতি, বগুড়া জেলা ছাত্রদল; মো. জাকারিয়া ইসলাম বিপ্লব, সাবেক যুগ্ম আহ্বায়ক, যুবদল ও ছাত্রদল; হাদিউল ইসলাম জিকো, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদল; হাবিবুল্লাহ মেজবাহ সৈকত, পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি; হাসিন আরমান মাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক, শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজ ছাত্রদল; আবু বক্কর সিদ্দিক তারেক, সাবেক সাধারণ সম্পাদক, শিবগঞ্জ সদর ইউনিয়ন যুবদল; এবং সরকার নূরনবী, উপজেলা ছাত্রদল নেতা।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মন্তেজার রহমান মিঠু, মো. সাজু মিয়া, হিরা, মো. আব্দুল বাছেদ, মো. আলাবক্ম চৌধুরী, রাহাত, সোহাগ হোসেন ও মো. রনি ইসলাম।
দোয়া মাহফিলে দেশনেত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।