শিবগঞ্জে মানবিকতার উষ্ণতা তিন ইউনিয়নে ৪ শতাধিক শীতার্ত মানুষের মাঝে রোকেয়া-ছাত্তার ফাউন্ডেশনের কম্বল উপহার

: রাসেল আহম্মেদ (স্টাফ রিপোর্টার) বগুড়া
প্রকাশ: 1 week ago

47

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় তীব্র শীতের মধ্যে মানবিকতার উষ্ণ বার্তা পৌঁছে দিয়েছে মানবিক সংগঠন রোকেয়া-ছাত্তার ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে উপজেলার বিহার, পিরব ও বুড়িগঞ্জ—এই তিনটি ইউনিয়নের গরিব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে ৪ শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ৭নং বিহার ইউনিয়নে আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বিএনপির চেয়ারপার্সন প্রয়াত দেশমাতা বেগম খালেদা জিয়ার সাবেক অ্যাসাইন্টমেন্ট অফিসার ডাঃ ফিরোজ মাহমুদ ইকবাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আশিক মাহমুদ ইকবাল (স্বাধীন), শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা।
এছাড়াও উপস্থিত ছিলেন এম. এ. মান্নান, আহ্বায়ক, জাতীয়তাবাদী সমবায় দল, বগুড়া জেলা; এবিএম শাহিনুর ইসলাম (সাজু), সাংগঠনিক সম্পাদক; মো. জাকারিয়া ইসলাম (বিপ্লব), সাবেক যুগ্ম আহ্বায়ক, যুবদল ও ছাত্রদল, শিবগঞ্জ উপজেলা; সরকার নূরনবী, উপজেলা ছাত্রদল নেতা—সহ স্থানীয় নেতৃবৃন্দ ও সমাজকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ ফিরোজ মাহমুদ ইকবাল বলেন,
“শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। রোকেয়া-ছাত্তার ফাউন্ডেশন সবসময় মানবিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, তীব্র শীতে এ সহায়তা তাদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে। স্থানীয়রা রোকেয়া-ছাত্তার ফাউন্ডেশনের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।