শিবগঞ্জে ১২টি দুর্গাপূজা মন্দিরে বিএনপির তারেক রহমানের নির্দেশনা নগদ অর্থ প্রদান করেন ডা. আশিক মাহমুদ ইকবাল

: রাসেল আহম্মেদ (স্টাফ রিপোর্টার) বগুড়া
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

2

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়ন, বুড়িগঞ্জ ইউনিয়ন ও পিরব ইউনিয়নের মোট ১২টি দুর্গাপূজা মন্দিরে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবালের তত্ত্বাবধানে এ সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সহায়তা বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:- আলহাজ্ব ডা. আশিক মাহমুদ ইকবাল (স্বাধীন), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বগুড়া জেলা বিএনপি ও সিনিয়র সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপি। তিনি তাঁর বক্তব্যে বলেন:- দুর্গাপূজা শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতির অংশ। সব ধর্মের মানুষের মিলনমেলা এই উৎসব। এ উৎসব আমাদের সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করে। বিশেষ অতিথি ছিলেন:- জনাব মতিয়ার রহমান মতিন, সাবেক সাধারণ সম্পাদক, শিবগঞ্জ উপজেলা বিএনপি ও সাবেক তিনবারের সফল পৌর মেয়র। তিনি বলেন “দুর্গাপূজার মতো উৎসব জাতীয় ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে। বিএনপি সর্বদা ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছে।”

এছাড়াও উপস্থিত ছিলেন:- এম এ মান্নান, আহ্বায়ক, জাতীয়তাবাদী সমবায় দল, বগুড়া জেলা; এবিএম শাহিনুর ইসলাম সাজু, সাংগঠনিক সম্পাদক, বিহার ইউনিয়ন বিএনপি; আলমগীর হোসেন, সাবেক আহ্বায়ক, বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপি; আবু জাফর, সাবেক সদস্য, রায়নগর ইউপি ও যুবদল নেতা; বাদশা মিয়া, সভাপতি, রায়নগর ইউনিয়ন তাঁতী দল; মো. রুহুল আমিন, সাবেক সাংগঠনিক সম্পাদক, মোকামতলা ইউনিয়ন যুবদল; এম. এস. খন্দকার, সভাপতি, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, শিবগঞ্জ উপজেলা; মো. ওহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, শিবগঞ্জ উপজেলা

ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা ছিলেন:- হারুনুর রশিদ হারুন (সাবেক সহ-সভাপতি, বগুড়া জেলা ছাত্রদল), মো. জাকারিয়া ইসলাম বিপ্লব (সাবেক যুগ্ম আহ্বায়ক, যুবদল ও ছাত্রদল শিবগঞ্জ উপজেলা), বুলবুল ইসলাম (সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, বগুড়া জেলা ছাত্রদল), আবু বক্কর সিদ্দিক তারেক (সাবেক সাধারণ সম্পাদক, শিবগঞ্জ সদর ইউনিয়ন যুবদল), মো. আনারুল ইসলাম আকন্দ (নির্বাহী সদস্য, শিবগঞ্জ থানা বিএনপি), হাদিউল ইসলাম জিকো (সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদল), হাবিবুল্লাহ মেজবাহ সৈকত (সাবেক যুগ্ম আহ্বায়ক, শিবগঞ্জ পৌর যুবদল), হাসিন আরমান মাহিন (যুগ্ম সাধারণ সম্পাদক, শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজ ছাত্রদল), সরকার নূরনবী (উপজেলা ছাত্রদল নেতা),
শাকিল মিয়া (আহ্বায়ক, উপজেলা সমবায় দল), মো. এনামুল হক (সদস্য, সমবায় দল থানা কমিটি), মো. পিন্টু (সাবেক সাংগঠনিক সম্পাদক, ইউনিয়ন বিএনপি), তোজাম্মেল হক (সাবেক সদস্য, ইউনিয়ন বিএনপি), রঞ্জু ইসলাম (সাবেক ছাত্রদল নেতা), মাহমুদুল রহমান মান্না (পৌর বিএনপি), চাঁন মিয়া (পৌর যুবদল নেতা), মো. জামিল উদ্দিন (সাবেক সহ-সভাপতি, পিরব ইউনিয়ন ছাত্রদল), মো. মাসুদ রানা মোল্লা (সাবেক সভাপতি, পিরব ইউনিয়ন ছাত্রদল)।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন:- মামুন আলমগীর, খালেক, অসীম কামাল, সাইফুল, আইজুল, মন্তেজার রহমান মিঠু, কামাল হোসেন, মোকাররম হোসেন মিন্টু, শরিফুল ইসলাম, হিরা, মো. মতি, মো. সাজু মিয়া, মো. আলাবক্ম চৌধুরী, রাহাত, ওমর ফারুক ইসলাম, সোহাগ হোসেন ও মো. রনি ইসলামসহ আরও অনেকে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বীরা এ কার্যক্রমে অংশ নেন।

এই সহায়তা কার্যক্রমের মাধ্যমে বিএনপির পক্ষ থেকে ধর্মীয় সম্প্রীতি, সামাজিক বন্ধন ও মানবিক সহমর্মিতা আরও সুদৃঢ় হয়েছে। স্থানীয় জনগণ ও পূজারীগণ এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।