বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের আলীগ্রাম, বুড়িগঞ্জ ইউনিয়নের জামুরহাট, এবং খাদইল রাজারগাড়ী এলাকায় নাগরিক ঐক্যের সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে টানা পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। এলাকার হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিটি সভাস্থল রূপ নেয় উৎসবমুখর জনসমুদ্রে। প্রধান অতিথি জনাব মাহমুদুর রহমান মান্না, সভাপতি, নাগরিক ঐক্য, সাবেক দুইবারের ভিপি (ডাকসু), সাবেক জিএস (চাকসু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: সাকিব আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নাগরিক ঐক্য, মো. আব্দুল রাজ্জাক তালুকদার (সজীব), সদস্য কেন্দ্রীয় কমিটি নাগরিক ঐক্য, প্রভাষক সাইদুর রহমান (সাগর), সমন্বয়ক, বগুড়া জেলা নাগরিক ঐক্য, মো. মামুনুর রশিদ, সমন্বয়ক (টু), নাগরিক ঐক্য, মশিউর রহমান পিয়াল, সদস্য, বগুড়া জেলা নাগরিক ঐক্য, এস এম সাদ্দাম হোসেন, সদস্য, বগুড়া জেলা নাগরিক ঐক্য।
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের উপস্থিত নেতৃবৃন্দ: শহিদুল ইসলাম, আহ্বায়ক, নাগরিক ঐক্য শিবগঞ্জ উপজেলা শাখা, তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা শাখা, এনামুল হক সরকার, যুগ্ম আহ্বায়ক, শিবগঞ্জ উপজেলা শাখা, মো. তোফা, সিনিয়র সহ-সভাপতি, নাগরিক ঐক্য শিবগঞ্জ উপজেলা, অমিত হাসান, সভাপতি, নাগরিক যুব ঐক্য, হারুন-অর-রশিদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, সৈকত আমিন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক, শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্য, সিয়াম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি, নাগরিক ছাত্র ঐক্য, তৌফিক সরকার – সাধারণ সম্পাদক, নাগরিক ছাত্র ঐক্য, শাহিনুর ইসলাম (টিটু) সদস্য, সাজু মিয়া, সদস্য, সোহেল রানা, সদস্য, মোর্শেদ মাহবুব হিরা, সভাপতি, ময়দাহাটা ইউনিয়ন নাগরিক ঐক্য, মেহেদুল ইসলাম, সভাপতি, বিহার ইউনিয়ন নাগরিক ঐক্য, রুস্তম, সভাপতি, বুড়িগঞ্জ ইউনিয়ন নাগরিক ঐক্য, মতিউর রহমান মতিন, সভাপতি, পিরব ইউনিয়ন নাগরিক ঐক্য, শামীম, সভাপতি, দেউলা ইউনিয়ন নাগরিক ঐক্য, ওহাব, সভাপতি, সৈয়দপুর ইউনিয়ন নাগরিক ঐক্য, আব্দুর রাজ্জাক, সভাপতি, রায়নগর ইউনিয়ন নাগরিক ঐক্য, আব্দুল আলিম, সভাপতি, শিবগঞ্জ সদর ইউনিয়ন নাগরিক ঐক্য, রুহুল আমিন, অবসরপ্রাপ্ত সোনা কর্মকর্তা, সভাপতি, শিবগঞ্জ পৌর নাগরিক ঐক্য, আবদুল কাশেম, সভাপতি, মোকামতলা ইউনিয়ন নাগরিক ঐক্য, মো. সাইদুর রহমান, সাধারণ সম্পাদক, মোকামতলা ইউনিয়ন নাগরিক ঐক্য, জাহিদুল ইসলাম, সভাপতি, আটমূল ইউনিয়ন নাগরিক ঐক্য, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সর্বস্তরের মানুষের ঢল প্রমাণ করে যে, শিবগঞ্জে জননেতা মাহমুদুর রহমান মান্নার প্রতি মানুষের আস্থা, প্রত্যাশা ও সমর্থন দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়