শিবগঞ্জ উপজেলা মোকামতলা ইউনিয়ন কাশিপুর পশ্চিমপাড়ায় নব-জাগরণ ক্লাবের উদ্যোগে টুর্নামেন্ট ২০২৫

: রাসেল আহম্মেদ (স্টাফ রিপোর্টার) বগুড়া
প্রকাশ: 1 week ago

13

৮ জানুয়ারি ২০২৬, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের কাশিপুর পশ্চিমপাড়ায় নব-জাগরণ ক্লাবের উদ্যোগে টুর্নামেন্ট–২০২৫ এর শুভ সূচনা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী সেমিফাইনাল ম্যাচে মোকামতলা দল বনাম নূনগোলা দলের মধ্যা প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের থানা সাংগঠনিক সম্পাদক (টু) এবং মোকামতলা গোডাউন রোডের মেসার্স কাজী ট্রেডার্সের (চাল ব্যবসায়ী) প্রতিনিধি। মেহেদী হাসান বলেন, আগামী ১২ জানুয়ারি মরহুমা সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এক বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তিনি উক্ত অনুষ্ঠানে সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ খালিদ হাসান সভাপতি, বাঘমাড়া দাখিল মাদ্রাসা ও মোকামতলা মডেল প্রেসক্লাব। সম্মানিত অতিথিবৃন্দ: জনাব মোঃ রুহুল আমিন সরকার প্রোপ্রাইটর, মোকামতলা বাইক বাজার, জনাব মোঃ রাসেল সরকার সাধারণ সম্পাদক, বাংলাদেশ কেন্দ্রীয় মানবাধিকার সংস্থা (রাজশাহী ও রংপুর বিভাগ)। জনাব মোঃ সরদার মিন্টু সাধারণ সম্পাদক, মোকামতলা বন্দর বিএনপি, জনাব মোঃ সুমন রহমান, স্বত্বাধিকারী, রংধনু মোবাইল গ্যালারী, মোকামতলা, নূরনাবী সরকার বিশিষ্ট ব্যবসায়ী। বিশেষ অতিথিবৃন্দ: জনাব আলহাজ্ব মোঃ আজাদুল ইসলাম বিশিষ্ট কাঠ ব্যবসায়ী, জনাব মোঃ শান্না মিয়া বিশিষ্ট কাঠ ব্যবসায়ী, জনাব মোঃ পোলাই আকন্দ বিশিষ্ট কাঠ ব্যবসায়ী, জনাব মোঃ ইসরাফিল হোসেন প্রোপ্রাইটর, বিসমিল্লাহ সুইটস, মোকামতলা, জনাব মোঃ বিলাল মিয়া প্রোপ্রাইটর, বিলাল সুজ এবং উপদেষ্টা, মোকামতলা জুতা ব্যবসায়ী সমিতি। সার্বিক সহযোগিতায়, জনাব মোঃ শামিম আকন্দ বিশিষ্ট সমাজসেবক, কাশিপুর। খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকার যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করা এবং মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখাই তাদের মূল।