শিবগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন মাহমুদুর রহমান মান্না

: রাসেল আহম্মেদ (স্টাফ রিপোর্টার) বগুড়া
প্রকাশ: 2 weeks ago

77

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া জেলার শিবগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন নাগরিক ঐক্যের সভাপতি, ডাকসুর সাবেক দুইবারের ভিপি ও চাকসুর সাবেক জিএস জনাব মাহমুদুর রহমান মান্না। জাতীয় রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা ও পরিচিতির ভিত্তিতে তার এই পদক্ষেপ শিবগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। সোমবার দুপুর ৪টার দিকে বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। মান্নার পক্ষে মনোনয়ন দাখিল করেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুর রাজ্জাক তালুকদার সজীব। এ সময় উপস্থিত ছিলেন জেলা নাগরিক ঐক্যের সমন্বয়ক মশিউর রহমান পিয়ালসহ দলের নেতৃবৃন্দ। মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে শিবগঞ্জ-২ আসনে মাহমুদুর রহমান মান্নার নির্বাচনী অংশগ্রহণ আরও স্পষ্ট ও দৃশ্যমান হলো। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতি ও রাজনৈতিক মহলে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে।