আজ ১০ জানুয়ারি ২০২৬ শনিবার শীতের কনকনে হাওয়ায় যখন দেশজুড়ে শীতার্ত মানুষের কষ্ট চরমে, ঠিক তখনই মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল এপেক্স ক্লাব অব বগুড়া ও মীরপুর শান্তি ও সেবা সংগঠন। গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তারা ১০০ শতাধিক কম্বল উপহার দিয়ে ছড়িয়ে দিয়েছে সান্ত্বনা ও ভালোবাসার উষ্ণতা। বগুড়া জেলার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। লক্ষ্য ছিল শীতের তীব্রতায় কষ্টে থাকা দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। দানশীল ও উদার মনের মানুষের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে ১০০ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়, যা শীতের রাতে তাদের জন্য হয়ে ওঠে বড় সহায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ছাব্বির আহম্মেদ (মামুন) সভাপতি, মীরপুর শান্তি ও সেবা সংগঠন। সঞ্চালনা ও উপস্থাপনায় ছিলেন নাহিদ হাসান, সাধারণ সম্পাদক, মীরপুর শান্তি ও সেবা সংগঠন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, সাবেক কেন্দ্রীয় পাঠাগার ও ফাউন্ডেশন সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ ইউসুফ। পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মতিয়ার রহমান মতিন সাধারণ সম্পাদক, মীরপুর পশ্চিমপাড়া জামে মসজিদ। এপেক্স ক্লাব অব বগুড়ার পক্ষ থেকে উপস্থিত ছিলেন: সাইফুদ্দীন সাইফুল সেক্রেটারি, ফেরদৌসী আক্তার রুনা পাস্ট প্রেসিডেন্ট, কোহিনূর খানম মেম্বারশীপ ও অ্যাটেনডেন্ট ডিরেক্টর। সংগঠনের দায়িত্বশীল সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাফি, সবুজ, রাশেদ, সোহানসহ অনেকে। শীত শুধু প্রকৃতির নয় এটি দরিদ্র মানুষের জীবনে নীরব দুর্ভোগ হয়ে আসে। এই সময়ে সমাজের সামর্থ্যবানদের মানবিক উদ্যোগই পারে অসহায় মানুষের কষ্ট লাঘব করতে।
তারা আরও বলেন, শীতবস্ত্র বিতরণের মাধ্যমে গ্রামের মানুষের মুখে যে হাসি ফুটেছে, সেটিই এই আয়োজনের সবচেয়ে বড় সাফল্য।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়