শীর্ষ সন্ত্রাসী রাসেল অস্ত্রসহ গ্রেপ্তার

: রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: 1 week ago

48

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়ান শুটার গানসহ রাসেল বেপারি নামের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সোমবার (০৫ জানুয়ারি) ভোরে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাসেল বেপারি চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ওয়ার্ড এলাকার মো. মহিউদ্দিনের ছেলে।

রূপগঞ্জ থানার ওসি সাবজেল বলেন, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় অস্ত্রসহ নানা ধরনের অপকর্ম করে আসছিল রাসেল বেপারি। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, তার কাছ থেকে ৩টি ওয়ান শুটার গান, ব্রাউন সুগার ১৮৫ গ্রাম, সন্ত্রাসী কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র (ছুরি) উদ্ধার করা হয়। রাসেলের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করা হয়েছে। তার নামে আগেই ৭টি মামলা আছে। আসামিকে নারায়ণগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।