আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত এক ঝড় তুললেন মোহাম্মদ নবী। শেষ ওভারে দুনিথ ওয়েলালাগের করা ছয় বলের মধ্যে পাঁচটিতেই ছক্কা হাঁকিয়ে আফগানিস্তানকে এনে দিলেন লড়াই করার মতো সংগ্রহ। আর এতেই শঙ্কায় পড়ে গেল বাংলাদেশের সুপার ফোরে ওঠার স্বপ্ন।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন আফগান অধিনায়ক রশিদ খান। শুরুটা ছিল ঝড়ো—রহমানউল্লাহ গুরবাজ (১৪) আর সেদিকুল্লাহ আতালের জুটিতে ২ ওভারেই আসে ২৬ রান। তবে নুয়ান থুশারা দ্বিতীয় ওভারেই গুরবাজ ও করিম জানাতকে (১) ফেরান, পরে নিজের পরের স্পেলে আতালকেও (১৮) আউট করেন। এক ঝটকায় আফগানিস্তান নেমে যায় ৪১/৩-এ।
এরপর ইব্রাহিম জাদরান (২৪) কিছুটা প্রতিরোধ গড়লেও সঙ্গী পাননি। দারউইশ রাসুলি (৯) আর আজমাতউল্লাহ ওমরজাই (৬) দ্রুত ফিরলে আফগানরা চাপে পড়ে যায়। ১৩তম ওভার শেষে স্কোরবোর্ডে মাত্র ৭৯/৬।
সেখান থেকে রশিদ খান (২৪) ও নবীর ৩৫ রানের জুটি দলকে ভরসা জোগায়। তবে আসল আতশবাজি দেখা যায় শেষ ওভারে। নাবি মাত্র ২২ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যেখানে ছিল ২টি চার আর ৬টি ছক্কা। এর মধ্যে ৫টি ছক্কাই আসে ওয়েলালাগেকে টানা বেধড়ক পেটানোয়।
শেষ পর্যন্ত ২০ ওভারে আফগানিস্তান দাঁড় করায় ১৬৯/৮। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন থুশারা—মাত্র ১৮ রানে নিয়েছেন ৪ উইকেট। একটি করে উইকেট নেন দাসুন শানাকা, দুশমনতা চামিরা ও ওয়েলালাগে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়